ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির ধরন: সরকারি
জেলা নাম: সকল জেলা
খালি পদ: ০৫ জনটি
অফিসিয়াল ওয়েবসাইট : http://www.erl.com.bd/
শেষ তারিখ: আগামী ১৭ আগস্ট, ২০২২।
আবেদন লিংক: http://erlb.teletalk.com.bd/home.php
আবেদনের মাধ্যম: অনলাইনে/teletalk
১/ পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
গ্রেট:এম-৫;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬০,৭৭০ টাকা
যোগ্যতা: এমবিবিএস বা সমমান
২/ পদের নাম: লিগ্যাল অ্যান্ড এস্টেট অফিসার
পদসংখ্যা: ১
গ্রেট:এম-৭;
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা
যোগ্যতা: এলএলবি বা এলএলএম ডিগ্রি
৩/ পদের নাম: সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ১
গ্রেট:এম-৭;
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
৪/ পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার
পদসংখ্যা: ১
গ্রেট:এম-৭;
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা
যোগ্যতা: বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এমএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৫/ পদের নাম: স্টোর অফিসার
পদসংখ্যা: ১
গ্রেট:এম-৭;
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা
যোগ্যতা: এমকম, এমবিএ, এমএসএস বা সমমানের ডিগ্রি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন
আবেদন ফি: আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ আগস্ট, ২০২২।
শর্তাবলি:
১) নিয়ােগের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান নিয়ােগ নীতিমালা অনুসরণ করা হবে।
২) লিখিতাব্যবহারিক/মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএডিএ প্রদান করা হবে না।
৩) জিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রের বিভাগ/শ্রেণি নির্ধারণের জন্য এতদৃবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র
অনুসরণ করা হবে। নিয়োেগের ক্ষেত্রে শিক্ষাগত যোেগ্যতার কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি বা সমতুল্য জিপিএ গ্রহণযোগ্য হবে না।
সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমাদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হবে।
সরকারি/আধা-সরকারি, স্বায়ক্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে আবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক
৪)
৫)
পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
৬) একজন প্রার্থী শধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
৭) অসম্পূর্ণভুল তথ্য/তুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৮) বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তী্ণ সারটিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত
কোনাে এফিডেভিট (Afidavt) গ্রহণযোগ্য হবে না।
৯) নিয়ােগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য হবে।
১০) লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS এর মাধ্যমে ও ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর ওয়েবসাইট (www.erl.com.bd)
এর মাধ্যমে জানানাে হবে।
১১) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশােধন, সংযােজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.erl.com.bd এ পাওয়া যাবে।
১২) নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে এবং এ বিষয়ে
কোনাে আপত্তি গ্রহণযোগ্য হবে না। কোনো প্রার্থী নিয়াোগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োেগ বাতিলসহ তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩) মৌখিক পরীক্ষার সময় Online এ পূরণকৃত Application Form সহ নিম্ন বর্ণিত কাগজপ্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত
কপি (১ম প্রেির কর্মকর্তা কর্তৃক) দাখিল করতে হবে:
ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণি/গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট/ট্রান্সক্রিপ্ট।
খ) বিদেশি কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের
|
গ) পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ।
ঘ) জাতীয় পরিচয় পত্র কপি।
ও) সম্প্রতি তােলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
১৪) প্রার্থীগণকে চুড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৫) নিয়ােগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়ােগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল বা পদসংখ্যা হাস/বৃদ্ধির
ক্ষমতা সংরক্ষণ করেন।
১৬) নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
সনদ।
অফিসিয়াল ওয়েবসাইট আরও বিস্তারিত জানুন….



আরো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখুন চলমান সকল সরকারি: https://newjob.website/
Read job news every day, visit our website regularly to find the job of your choice, get all kinds of job news News New Job Website, such as government job, company job, bank job, private job, school college job, medical job and other job news, here Weekly magazine news, such as Chakrir Dak and other news magazines,
Govt Job, Private job, Job circular, New Job, Job BD, Magazine news, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি