দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

Diploma & Engineering Job Governments Job Honours & Degree pass Job Teletalk Job

দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি,  স্থানীয় সরকার বিভাগের ১৭ যেত্রুয়ারি ২০২২ খ্রি. তারিখের

৪৬.০০.০০০০.০৭০.১৮.০৩২.১৯-১৭৭ নম্বর স্মারকে ছাড়পত্রের
প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিম্বর্বিত শূন্য পদসমূহ পুরণের জন্য পুরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট
হতে দরখান্ত আহ্বান করা যাচ্ছে ।

পদ সংখ্যা: ৩টি

১/ পদের নাম: সহকারী প্রােগ্রামার

যোগ্যতা ও অভিজ্ঞতা:
বয়স সীমা ১৮-৩০ বংসর |
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় শ্রেণি
বা সমমানের সিজিপিএ তে ত্লাতক বা সমমানের ডিগ্রি; অথবা

কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা,
গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজতত্ত্র বা ব্যবসায়
প্রশাসনে অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্লাতক বা
সমমানের ডিগ্রি;
স্যা্যার্ড এ্যাপটিচুড টেষ্ট ফর প্রেগ্রামিং এ উত্তীর্ণ হতে হবে;
(গ) শিক্ষা জীবনের কোনাে স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেনী বা
সমমানের জিপিত্র বা সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।

২/ পদের নাম: সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার
যোগ্যতা ও অভিজ্ঞতা:
বয়স সীমা ১৮-৩০ বৎসর|
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জনিয়ারিং,
ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় শ্রেণি
বা সমমানের সিজিপিএ তে স্লাতক বা সমমানের ডিগ্রি; এবং

৩/ পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
যোগ্যতা ও অভিজ্ঞতা বয়স সীমা ৪৫ বৎসর|
স্বীকৃত বাের্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের
জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
উত্তীণ

প্রতিরক্ষা বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার অথবা সার্জেন্ট পদে ১০ বৎসরের চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী;
এবং
সুঠাম দেহের অধিকারী হতে হবে।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা

নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

(১) ০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ তারিখে সহকারী প্রেগ্রামার ও সহকারী মেইনটেনেন্স ই্ভিনিয়ার পদে প্রারথীর বয়সসীমা ১৮ হতে ৩০
বৎসর এবং নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ ৪৫ বৎসর হতে হবে। তবে মুক্তিযোেদ্ধা/শহইীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও
শারীরিক প্রতিবন্ধিদের ক্ষত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎ্সের। বয়সের ক্ষেত্রে কোনােক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য
হবে না।

(২) সরকারি/ আধাসরকারি/খবায়ত্সিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতনক্রমে আবেদন
করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মুলকপি
জমা দিতে হবে।

(৩) নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ
করা হবে।

(৪) লিখিত ও মৌীখিক পরীক্ষায় র জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।

আরো বিস্তারিত নিয়োগ নোটিশ দেয়া আছে:

মৌখিক পরীক্ষার তারিখ সিলেট (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *