বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বেশ কিছু পদে নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড  নিয়োগ বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র, Recruitment Portal অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সকল বিষয়ে নিচে উল্লেখ করা হয়েছে।

 

 

প্রতিষ্ঠানের নাম:         বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড

চাকরির ধরন:             সরকারি চাকরি
জেলা নাম:                   উল্লেখিত জেলা
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.bsbk.gov.bd/
পদ সংখ্যা:                    ১২ টি

আবেদন অনলাইনে:            Recruitment Portal

আবেদন ফী:                 ১০০০/- টাকা
আবেদনের শেষ:            ১৭ আগস্ট, ২০২২
আবেদনের মাধ্যম;          Recruitment Portal/অনলাইনে

আরো সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

 

বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড
BANGLADESH WATER DEVELOPMENT BOARD
তত্ত্বাধায়ক প্রকৌশলী (পুর) এর কার্যালয়
মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর,

OFFICE OF THE SUPERINTENDING ENGINEER
DIRECTORATE OF
HUMAN RESOURCE DEVELOPMENT, BWDB
PANI BHABAN, LEVEL-1,
72 GREEN ROAD, DHAKA-1205.
Phone: 02-222230 1 30
E-mail: dirstaff.bwdb@gmail.com
www.bwdb.gov.bd

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী
নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহবান করা যাছে:

পদের নাম: সহকারী সম্প্রসারণ কর্মকর্তা

বেতন গ্রেড
(জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

প্রয়াজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে শ্লাতক সম্মান
ডিগ্রী: তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা
বিভাগ গ্রহণযোগ্য হবে না; এবং
(খ) এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার
অভিজ্ঞতা।

উপরােক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-
আবেদন দাখিলের শেষ তারিখ ১৭-০৮-২০২২ খ্রিঃ, বুধবার (বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)।
উল্লিখিত পদ সংখ্যা হাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখান্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরন এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই
পরীক্ষার ফি বাবদ অফেরতযাোগ্য (সার্ডিস চার্জ করনের পর) নীট ১০০০/- (এক হাজার) টাকা
করে Registration করত: আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র
দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উত্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের
পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।
Online-এ আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত
সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে
অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে
এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে; এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও
কর্তৃপক্ষ সংরক্ষন করেন। উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবর কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোেগ্য
ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ নির্দেশাবলীঃ
Online-এ আবেদনপত্র পূরণ/দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বয়সসীমা: ১৭-০৮-২০২২ বুধবার বিকেল পাঁচ ঘটিকা
পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেয়া যাবে। ১৭-০৮-২০২২ খ্রিঃ তারিখের মধ্যে চুড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্গণই
কেবলমাত্র আবেদন করার যোগ্য। Appearedp চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরুপ প্রার্থীগণ কোনক্রমেই আবেদন করার যোগ্য
নন।
বয়সসীমাঃ ০১-০৭-২০২২ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার
পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধি প্রাথীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীম ৩২ (বত্রিশ) বৎসর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-
কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
বয়সসীমা শিথিলযোগ্য। সরকারের বিদ্যমান বিধি-বিধান বা আইন বা এতদসংক্রান্ত প্রজ্ঞাপন/সার্কুলার দ্বারা বিভাগীয় প্রার্থীর সংজ্ঞা
নির্ধারন হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.,সি.সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
লিখিত পরীক্ষা ও প্রবেশপত্রেঃ প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর
প্রার্থীর User ID & Password ব্যবহার করে ছবি, রোল নম্বর, পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র
(Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো”র
ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে, লিখিত পরীক্ষায় ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে
বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূট়ী যথাসময়ে বাপাউবো’র
ওয়েবসাইট জানানাো হবে। উল্লখ্, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
প্রার্থীর ছবি: প্রার্থাকে অবশ্যই সাম্প্রতিক তোলা (অনধিক ০৩ মাসের মধ্যে) রঙ্গিন ছবি অন-লাইনে আপলোড করতে হবে। ছবিতে
কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখ মন্ডল সম্বলিত রঙ্গিন ছবি আপলোড করতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, সাম্প্রতিক তালা (অনধিক ০৩ মাসের মধ্যে রঙ্গিন ছবি ব্যতিত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ
প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
ডকুমেন্ট দাখিল সংক্রান্ত: আবেদনের সময় অন-লাইনে কোন প্রমানক ডকৃমে্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্
প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থদের মৌখিক পরীক্ষার সময় প্রয়াজনীয় শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতা কলামে উল্লিখিত সনদপত্র-নম্বরপত্রসহ সকল শিক্ক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি
প্রদর্শন করতে হবে। তাছাড়া, জাতীয় পরিচয় পত্র (NID), নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদন্ত চারিত্রিক সনদ,
বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন হতে ইস্যকৃত সমমান নির্ধারণী সারটিফিকেটের
সত্যায়িত কপি দিতে হবে এবং মুলকপি প্রদর্শন করতে হবে। মুক্তিযাোন্ধাশহীদ মুক্তিযাবার পুত্র কন্যা হিসেবে আবেদনকারীকে
সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়াও, শারীরিক প্রতিবন্ধি
প্রার্থীর ক্ষেত্রে পরতিবন্ধি সংক্রান্ত সনদপক্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে।
ছাড়পত্রঅনাপত্তিপত্র সংক্রান্তঃ সরকারী/(আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের
অফিসিয়াল সীল, স্বাক্ষর ও তারিথ সম্বলিত অনাপত্তিতর গ্রহথণ করার পর Online-এর মাধ্যমে আবেদন করতে হবে।
প্রার্থী উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে।
বিভাগীয় প্রারথী সংক্রান্ত্র বভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উপর্যুক্ত কাগজপত্রাদি সহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে। অনুমতি
গ্রহণ করার পর Online-এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনুমতিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময়
দাখিল করতে হবে।
অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদনে সকল কার্যক্রম
(Payment সহ) সম্পন করতে পরাম্শ দেয়া যাচ্ছে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার-০২-২২২২৩০৩০৩ তে
যোগাযোগ করা যেতে পারে।
বাপাউবার মহাপরিচালক মহাোদয়ের অনুমোদনক্রমে এ নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হলাো।
তত্ত্বাবায়ক প্রকৌশলী (পুর)
মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, বাপাউবো, ঢাকা।

 

 আরো বিস্তারিত দেখতে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি  দেখুন:

 

বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি

 

Apply now

 

চলমান চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা:

Read job news every day, visit our website regularly to find the job of your choice, get all kinds of job news News New Job Website, such as government job, company job, bank job, private job, school college job, medical job and other job news, here  Weekly magazine news, such as Chakrir Dak and other news magazines,

Govt Job, Private job, Job circular, New Job, Job BD,