বাংলাদেশ স্কাউটস নিয়োগ

বাংলাদেশ স্কাউটস নিয়োগ

Governments Job Honours & Degree pass Job SSC-HSC Pass Job

বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন
ঠিকানা: ৫৪ ইনার সা্কুলার রোড, পুরানা পল্টন লাইন, ঢাকা
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন-এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম়নবর্ণিত পদসমূহে বিধি মোতাবেক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের
নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।
বেতন স্কল

পদের নাম: হিসাব রক্ষক

(ক) শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম বাণিজ্যে স্নাতকাযসমমানের ডিগ্রি।
তবে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
(খ) হিসাবরক্ষণ কাজে কমপক্ষে ৫ বছরের সন্তোষজনক চাকুরি।
বেতন স্কল:
পদের সংখ্যা: ০১ টি

পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

বেতন স্কল:
পদের সংখ্যা: ০১ টি
(ক) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় বাণিজ্য শাখায় দ্বিতীয়
বিভাগে উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটারে ন্যুনতম MS ওয়ার্ড, এস্সেল ও ইন্টারনেট
কাজে পারদর্শী হতে হবে।
(গ) বয়স: সরকারি নিয়ম অনুযায়ী।

১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি সহ, প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে,
জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদ এবং তিন কপি পাসপার্ট সাইজের ছবিসহ আগামী ৩০ জুলাই ২০২২ তারিখের মধ্যে
কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন, ৫৪ ইনার সার্কুলার রোেড, পুরানা পন্টন লাইন, ঢাকা- ১০০০ ঠিকানায় ডাকযাগে
অথবা সরাসরি পৌছাতে হবে। ক্রটিপূর্ণঅসম্পূর্ণবিলম্বে প্রা্র আবেদন বাতিল বলে গণ্য হবে।
২. আবেদন ফি ৩০০ টাকা, অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন
শিরােনামে জনতা ব্যাংক লিমিটেড, কাকরাইল শাখা, ঢাকা -এর অনুকূলে প্রদান করতে হবে। ব্যাংক ড্রাফট/পে অর্ডার আবেদন ফর্মের
সাথে সংযুক্ত করতে হবে। পদের নাম ও প্রার্থার ঠিকানা সম্বলিত ১০/- টাকার ডাকটিকিটযুক্ত ৯x৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৩, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রশংসাপত্রের মূল কপি ও শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, অন্যান্য কাগজপত্র ব্যবহারিক ও
মৌখিক পরীক্ষার সময় উপস্থাপ করতে হবে।
৪, এ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃন্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেটরোপলিটন। ফোন : ৪৮৩২২১৬১

বাংলাদেশ স্কাউটস নিয়োগ

Read job news every day, visit our website regularly to find the job of your choice, get all kinds of job news News New Job Website, such as government job, company job, bank job, private job, school college job, medical job and other job news, here  Weekly magazine news, such as Chakrir Dak and other news magazines,
Govt Job, Private job, Job circular, New Job, Job BD, Magazine news,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *