Read job news every day. Read job post daily, read exam preparation guidelines, check new job news every day, like private job, bank job, government job, medical job, school college job, engineering job, see all types of job circular post, you can apply very easily, job Get all your job news in Circular BD,
বাংলাদেশ সুগারক্রপ গবেষণায় ইনস্টিটিউট, ঈশ্বরদী ৬৬২০ পাবনা নিয়োগ বিজ্ঞপ্তি (বিএসআরআই) এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এর নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে,
যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে অন্যুন, এমবিবিএস ডিগ্রি; এবং
(খ) সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের চাকরী।
২/ পদের নাম প্রধান শিক্ষক
২৯০০০-৬৩৪১০/- গ্রেড ৭
(ক) কোন সৃক্রিতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে ন্যূনতম স্নাতকসহ বিএড/এমডি ডিগ্রী;
(খ) সরকারি আধাসরকারি স্থায়ী শাসিত আদায় শাসিত খ্যাতনামা বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরির ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা;
(গ) শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীতে হইবে; এবং
(ঘ) ইংরেজি অংক পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ইচ্ছুক প্রার্থীগণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে, আবেদন পাওয়া যাবে এই লিংকে www.bsri.gov.bd
আবেদনপত্র ডাক যোগ/কুরিয়ার সার্ভিসের: মহা পরিচালক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী পাবনা,
আগামী ২৬/৭/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনকারীকে খামের উপরে পদের নাম ও নিজের জেলার নাম স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে,
নিচে জব নোটিশে দেখুন বিস্তারিত দেয়া আছে,
good
Thanks