লালমনিরহাট জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি

লালমনিরহাট জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি

Governments Job SSC-HSC Pass Job

নিয়োগ বিজ্ঞপ্তি, লালমনিরহাট জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি
নং স্মারকে লালমনিরহাট জেলা পরিষদে ১ (এক) জন “ডূপ্লিকেটিং মেশিন অপারেটের কাম-দপ্তরী” শূন্য পদে এবং ২৬/১২/২০২১ খ্রি. তারিখের
৪৬.০০.০০০০.০৪২.১১.০১১.০০৩.১৭.২৫৭৩ নং স্মারকে
লালমনিরহাট জেলা পরিষদের সাংগঠনিক কাঠামা ভুক্ত ১ (এক) জন “অফিস সহায়ক”
শূন্য পদ সরাসরি লোক নিয়োগের প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে লালমনিরহাট জেলা পরিষদে নিন্নবর্ণিত শূন্য পদ ২টি সরাসরি নিয়াগের মাধ্যমে
পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত ফরমে লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম: ডূপ্লিকেটিং মেশিন অপারেটের কাম-দপ্তরী
১ (এক) জন
এসএসসি পাশ/সমমান

পদের নাম: অফিস সহায়ক
১ (এক) জন
অস্টম শ্রেণী পাশ

প্রারথীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা পরিষদের ওয়েবসাইট www.zplalmonirhat.org হতে
ডারউনলোড করা যাবে।
আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, জলা পরিষদ, লালমনিরহাট বরাবর ০৪/০৮/২০২২ খি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে
(বিকাল. ৫.০০টার মধ্যে) জেলা পরিষদ কার্যালয়, লালমনিরহাটে ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ তারিখ, বয়স (০৪/০৮/২০২২ খ্রি. তারিখে) (এ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) প্রারথীর কাটা।
(সাধারণ/বীর মুক্তযোদ্ধা/প্রতিবন্ধী/বিভাগীয়) (ড) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর ইত্যাদি উল্লেখসহ নির্ধারিত ফরমে স্পষ্ট অক্ষরে স্বহন্তে
প্রার্থীর বয়স ০৪/০৮/২০২২ খ্রি. তারিখের ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযুদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনির
এবং প্রতিবন্ধীদের ক্ষেত্র বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণষোেগ্য হবে না।
বীর মুক্তিযুদ্ধা/শহীদ মুক্তিযুদ্ধার সন্তান/নাতি-নাতনির ক্ষেত্রে প্রারথীকে আবেদনপত্রের সাথে তার ,
পিতা/মাতা/পিতামহ/মাতামহের
মুক্তিযুদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি যা গেজেটেড কর্মকর্তা (নাম পদবীর সীল
স্বাক্ষরসহ) কর্তৃক সত্যায়িত সংযুক্ত করতে হবে। এছাড়া বীর মুক্তিযেদ্ধা/শহীদ মুক্তিযুদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্কের বিষয়ে
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃ্ক প্রদ্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ (তিন) কপি রঙন সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র
কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র মূলকপি, গেজেটেড কর্মকর্র্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার
সনদপত্ত্রর সত্যায়িত অনুলিপি এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, লালমনিরহাট এর অনুকুলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০/- (তিনশত)
টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
দরখাস্তের খামের উপরে স্পন্ট অক্ষরে পদের নাম, প্রার্থীর নাম/ঠিকানা লিখতে হবে । আবেদনপত্রের সাথে ৪ ইঞ্চি x ১০ ইঞ্চি সাইজের
নিজ ঠিকানা সম্বলিত ১০/- টাকার ডাকটিকিটসহ ফেরতখাম যুক্ত করতে হবে।
অসম্পূর্ণ, ক্রটিপূর্ণ, ভুল তথ্য এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে
সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীতে কর্মরত প্রাথীদের আবেদনের ক্ষেত্রে ষথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত
কর্তৃপক্ষের
সময়ের মধ্যে আবেদন করতে হবে। কোন অগ্রিম কপি গ্রহণ হবে না।
চাকুরীতে নিয়োগেরি আগে সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
প্রার্থীকে নির্বাচনী (লিখিত, মখিক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
এ নিয়োগের সম্পূর্ণ অস্থায়ী। এ নিয়োগর শিক্ষানবিশ সময়কাল ৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। নিয়োগ সংক্রা্ত কোন জটিলতার সৃষ্টি
হলে ক্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
দরখাস্ত বাছাইয়ে কেবল উপযুক্ত বিবেচিত হলে প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের বলে গণ্য হবেন।
কোন তথ্য গোপন করে বা ভূল তথ্য চাকুরীত নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইন অনুযায়ী
ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটা সম্পর্কিত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। কোটার ক্ষেত্রে প্রার্থীকে তার সংশ্লিষ্ট কাটা খামের উপরে লিখতে হবে।
(বীর মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধী/এতিম/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/আনসার ও ভিডিপি প্রাথীদের ক্ষত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত
কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র সংযুজ্ত করতে হবে।)
এ নিয়োগের ক্ষেত্র চাকুরীর শর্তাবলী. বেতন-ভাতা/সুযোগ-সূবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন-২০০০, “স্থানীয়

 

 

সরকার (জেলা পরিষদ)
কর্মকর্তা-কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯০” ও মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশাবলী প্রষোজ্য হবে।
অনিবার্য কারণে কর্তৃপক্ষ এ নিয়াোেগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন বা বাতিল এবং বিজ্ঞপ্তিতে উন্লেখিত শর্তাবলী সংশােধন বা
পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।

লালমনিরহাট জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি

Read job news every day, visit our website regularly to find the job of your choice, get all kinds of job news News New Job Website, such as government job, company job, bank job, private job, school college job, medical job and other job news, here  Weekly magazine news, such as Chakrir Dak and other news magazines,Govt Job, Private job, Job circular, New Job, Job BD, Magazine news,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *