নিয়ােগ বিজ্ঞপ্তি
শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর সৈয়দ মুজ্তবা আলী হলের জন্য নিল্লোক্ত পদে লােক নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের
প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম:
১/ হল সুপারভাইজার
২/ মুয়াজ্জিন
৩/ এ্যাসিসটেন্ট একাউনটেন্ট
৪/ প্লাম্যার
৫/ সহকারী ইলেকট্রিশিয়ান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
স্মারক নং-রেজিয/১১(০৫)/৫/৩৭৮
হল সুপারভডাইজার:
ক) প্রার্থীকে স্লাতক ডিগ্র/সমমান পরীক্ষায় পাস ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইংরেজি ও বাংলা টাইপিংয়ে পারদ্শী হতে হবে।
খ) শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে।
গ) সরকারী/আধাসরকারী/স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সংক্রিষ্ট কাজের অভিজ্তা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর।
মুয়াজ্জিন:
ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে ফাজিল অথবা কোন কওমী মাদ্রাসা হবে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হাফেঙজ বা কারী প্রার্থী
অগ্রাধিকার যাৌগ্য।
খ) কোন মসজিদে নুন্যতম ৫ বংসর প্রধান খাদিম বা খাদিম হিসাবে কাজ করার অভিজ্ঞতা।
গ) বিশুদ্ধ বকোরআন তেলাওয়াতে সক্ষমতা ও মাসয়ালা-মাসায়েলে পান্ডিত্য।
বয়স : সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর।
এ্যাসিসটেন্ট একাউনটেন্ট:
ক) প্রার্থীকে বাণিজ্যে স্লাতক ভিগ্রি ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইংরেজি এবং বাংলা টাইপিংয়ে পারদ্শী হতে হবে।
খ) শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে।
গ) হিসাব সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেত পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর।
প্লাম্যার:
ক) প্রার্থীকে এসএসসি/সমমান পাশসহ সংশ্লিষ্ট কাঙ্জে ট্রে কোর্স ৬(ছয়) মাস মেয়াদী থাকতে হবে।
খ) শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম विতীয় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে
গ) সরকারী/আধাসরকারী/স্বায়ত্শাসিত প্রতিষ্ঠানের সংকি্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগরাধিকার দেয়া হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর।
সহকারী ইলেকট্রশিয়ান।
প্রাথীকে এসএসসি/সমমান পাশ+ট্রড সার্টিফিকেট অথবা ৮ম স্রেণী পাশ ট্রেড্ড সার্টিফিকেটসহ. বিশ্ববিদ্যালয়/সরকারী/আধাসরকারী/স্থায়ত্বশাসিত/ প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা।
আবেদনপত্র জমাদান :
রেজিস্ট্রারের অনুকুলে সিলেট শহরের যে কান তফশিলী ব্যাংকের শাখার উপর ০১নং, ০২নং এবং ০৩নং পদের জন্য ২০০/=
(দুইশত) টাকা এবং ০৪ ও ০৫নং পদের জন্য ১৫০(একশত পঞ্চাশ) টাকার এমআইসিআর ব্যাংক দ্রাফট অথবা সমমূল্যের পে-
অর্ডার (পাস্টাল অর্ডার গ্রহণবোগ্য নয়),পাসপাের্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত
কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ৮ সেট দরখান্ত আগামী ১৯ জুলাই, ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌছাতে
হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ
ঠিকানা স্লিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম
ডাউনলােড করা যাবে। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা
হবে না। খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট পদের নাম উদ্লেখ করতে হবে। ডাক যােগাযােগজনিত বিলমের জন্য
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ/বিবেচনা করা হবে না।
আভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে বিশবিদ্যালয়ের বিধি বিধান প্রযােজ্য হবে।
দরখাস্ত আহবান করা যাচ্ছে
সর্বোচ্চ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়