bpsc written exam date release

bpsc লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

Job Exam
লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
আগারগাঁও, শেরেবাংলানগর
ঢাকা-1207

*পরীক্ষার সকল তথ্য, পরীক্ষার কেন্দ্রের নাম এবং পরীক্ষার সময় এ সকল বিষয় জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা আপনার ফোনের ইনবক্স চেক করুন
www.bpsc.gov.bd

এডমিট কার্ড ডাউনলোড করুন: http://bpscs.teletalk.com.bd/admitcard/index.php

শুক্রবার, 29 জুলাই 2022

আবেদনকারীদের জন্য সাধারণ নির্দেশাবলী
1. এই প্রবেশপত্র লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং ভাইভা ভোসের জন্য প্রযোজ্য হবে।
2. প্রতিটি পরীক্ষার সময় আবেদনকারীদের অবশ্যই এই প্রবেশপত্র বহন করতে হবে এবং ডিউটিতে থাকা পরিদর্শককে (গুলি) দেখাতে হবে৷
3. আবেদনকারীদের বই, ব্যাগ, মোবাইল ফোন, হাতঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যেকোনো ধরনের যোগাযোগের যন্ত্র আনা নিষিদ্ধ।
পরীক্ষার হলে উপরে উল্লিখিত নিষিদ্ধ নিবন্ধগুলি আনা শাস্তিযোগ্য অপরাধ।
4. আবেদনকারীদের আবেদন, উপস্থিতি পত্র এবং উত্তর স্ক্রিপ্টের জন্য একই স্বাক্ষর ব্যবহার করতে হবে।
5. পরীক্ষায় পেন্সিল ব্যবহার অনুমোদিত নয়।
6. আবেদনকারীদের অবশ্যই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে।
7. এই প্রবেশপত্রে থাকা ছবি আগে জমা দেওয়া আসল আবেদনপত্রের সাথে যাচাই করা হবে।
8. পরীক্ষার হলে অন্যায্য উপায় বা অসদাচরণ অবলম্বন করে এমন কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ সব অধিকার সংরক্ষণ করে।
9. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না।
10. ব্যবহারিক এবং সাক্ষাত্কারের তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের জানানো হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)।
11. ভাইভা ভয়েসের সময় সমস্ত মূল নথি/শংসাপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে 01 (এক) ফটোকপি সেট এবং P.P আকারের 02 (দুই) কপি।
ফটোগ্রাফ
12. সকলের জন্য সঠিকভাবে মুখোশ পরা এবং কঠোরভাবে স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *